শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল নারী উদ্যোক্তার

ছবি-সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজমেরী মোনালিসা জেরিন (২৭) নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় জেরিনের মৃত্যু হয়।

তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থী ও জেরিন ক্রেকার্স নামে কেক তৈরির প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেরিন গত বুধবার বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এ সময় চিকিৎসকের পরীক্ষায় তার রক্তে ১ লাখ ৪৪ হাজার প্লাটিলেট থাকলেও এক দিনের ব্যবধানে তা ৪৪ হাজারে নেমে যায়। পরে শুক্রবার দুপুরে জেরিন হাসপাতাল থেকে বাড়িতে গেলে সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় রক্তে প্লাটিলেট পাওয়া যায় মাত্র ২৫ হাজার। পরবর্তীতে জেরিনের শারীরিক অবস্থার অবনতি হলে রাত পৌনে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেরিনের বড় ভাই মঈনুল হাসান বলেন, আমার বোনের রক্তের প্লাটিলেট যখন ১ লাখ ৪৪ হাজার থেকে কমে মাত্র ৪৪ হাজার হয় তখন উন্নত চিকিৎসার দাবি করলেও চিকিৎসকরা তা কর্ণপাত করেননি। উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে পাঠানো হলে এ ধরনের ঘটনা ঘটতো না।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) তাসকিয়া সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী জেরিন কিছুটা সুস্থতা অনুভব করলে এবং তার জন্মদিন থাকায় তিনি বাসায় চলে যান। পরে সন্ধ্যার দিকে আবারও তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পরেই তার মৃত্যু হয়।

জনপ্রিয়

মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, কেন এমন মন্তব্য করলেন মিমি??

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল নারী উদ্যোক্তার

প্রকাশের সময় : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজমেরী মোনালিসা জেরিন (২৭) নামে এক নারী উদ্যোক্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) রাতে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় জেরিনের মৃত্যু হয়।

তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থী ও জেরিন ক্রেকার্স নামে কেক তৈরির প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেরিন গত বুধবার বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এ সময় চিকিৎসকের পরীক্ষায় তার রক্তে ১ লাখ ৪৪ হাজার প্লাটিলেট থাকলেও এক দিনের ব্যবধানে তা ৪৪ হাজারে নেমে যায়। পরে শুক্রবার দুপুরে জেরিন হাসপাতাল থেকে বাড়িতে গেলে সন্ধ্যার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় রক্তে প্লাটিলেট পাওয়া যায় মাত্র ২৫ হাজার। পরবর্তীতে জেরিনের শারীরিক অবস্থার অবনতি হলে রাত পৌনে ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেরিনের বড় ভাই মঈনুল হাসান বলেন, আমার বোনের রক্তের প্লাটিলেট যখন ১ লাখ ৪৪ হাজার থেকে কমে মাত্র ৪৪ হাজার হয় তখন উন্নত চিকিৎসার দাবি করলেও চিকিৎসকরা তা কর্ণপাত করেননি। উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে পাঠানো হলে এ ধরনের ঘটনা ঘটতো না।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) তাসকিয়া সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী জেরিন কিছুটা সুস্থতা অনুভব করলে এবং তার জন্মদিন থাকায় তিনি বাসায় চলে যান। পরে সন্ধ্যার দিকে আবারও তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে ভর্তি হওয়ার ঘণ্টাখানেক পরেই তার মৃত্যু হয়।