
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঠাকুরচর যুবক সমাজের উদ্যোগে আয়োজিত ঈদের আনন্দকে আরো রঙিন করতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ পুনর্মিলনী ডিগবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ঈদের দ্বিতীয় দিন রোববার (৮ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
“ক্রীড়াই শক্তি,ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে ঈদের আনন্দকে আরো রঙিন করতে ঠাকুরচর যুবক সমাজের উদ্যোগে আয়োজিত উক্ত ডিগবল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রিয়াজ উদ্দিন একাদশ ট্রাইবেকারে হাবিব বেপারী একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিশিষ্ট সমাজ সেবক মোঃ বোরহান সরকার ।
স্বাগত বক্তব্য রাখেন, টুর্ণামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনাকারী ছেংগারচর পৌর তাতীদলের সভাপতি এবং পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ আবুল হোসেন প্রধান।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপি নেতা মোঃ শাখাওয়াত হোসেন বেপারী, ব্যবসায়ী মোঃ আবু সাইদ বেপারী, রাশার মোল্লা, পৌর ছাত্রদল নেতা আল মামুন খান তানভীর প্রমূখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় প্রধান রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আবুল হোসেন প্রধান,সহকারী রেফারী ছিলেন, আশিক মোল্লা ও কামরুল মাষ্টার। ধারাবিবরণীতে ছিলেন, জোটন মোল্লা।
খেলা শেষে চ্যাম্পিয়ন রিয়াজ উদ্দিন একাদশ ও রার্ণাসআপ হাবীব বেপারী একাদশ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন,প্রধান অতিথি.ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারী ও অন্যান্য অতিথিবৃন্দ।
ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারী বলেন, ‘ঈদ মানেই আনন্দ, আর খেলাধুলা সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। এমনিতেই বর্তামে যুবসমাজ মাদকাশক্ত হয়ে যুবসমাজ বিপদগ্রস্ত হয়ে পড়ছে। তরুণ সমাজ ধবংস হয়ে যাচ্ছে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও খারাপ কাজগুলো থেকে বিরত রাখে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করে। উৎসবমুখর এই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, ফলে ম্যাচের উত্তেজনা ছিল তুঙ্গে। যার কারণেই খেলাটি নির্ধারিত সময় শেষে খেলার ফলাফল ড্র থাকে।
সিরাজুল ইসলাম বেপারী বলছেন, এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। এটি তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখবে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখবে। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মাধ্যম। আমরা চাই, নতুন প্রজন্ম এ ধারা ধরে রাখুক।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে আরো বড় পরিসরে এবং নিয়মিতভাবে এ ধরনের খেলাধুলার আয়োজন করা হবে। ঈদের আনন্দের সাথে মিলেমিশে ফুটবলের এই প্রাণবন্ত আয়োজন এলাকাবাসীর মধ্যে এক অন্য রকম উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে সেজন্য আমার পক্ষ থেকে যতধরণের সার্বিক সহযোগিতা প্রয়োজন আমার পক্ষ থেকে সকলকে সাথে নিয়ে তা করা হবে ইনশাল্লাহ।
আমাদের ঠাকুরচর বনানী যুবসংঘ নামে একটি ঐতিহ্যবাহি যে সামাজিক সংগঠনটি রয়েছে সেটির কার্যক্রম পুনরায় চালু করে খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদক থেকে দূরে রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে গ্রামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিতে হবে।
উল্লেখ্য ছেংগারচর পৌরসভার ঠাকুরচর যুবক সমাজের উদ্যোগে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী ডিগবল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় দুই প্রতিদ্বন্দ্বী দল, যা এলাকার মানুষকে একত্র করে আনন্দঘন এক মিলনমেলায় পরিণত করে। মাঠের উচ্ছ্বাস, ক্রীড়ামোদী দর্শকদের করতালি আর খেলোয়াড়দের মনোমুগ্ধকর পারফরম্যান্সে ঈদের আমেজ যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময় শেষে খেলার ফলাফল ড্র হলে ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়। ৮টি দল নিয়ে এ টুর্ণামেন্টের আয়োজন করে ঠাকুরচর যুবক সমাজ।
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ 







































