
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। একসময় নিজের জীবনের ইতি টানতে নিজেই ভাড়া করেছিলেন একজন ‘কিলার’!
কিন্তু সেই খুনি তাকে বলেন, ‘একবার নিজের জীবন নিয়ে পুনরায় ভেবে দেখো। এরপর পরবর্তী দুই মাসের মধ্যে আমাকে নতুন সিদ্ধান্ত জানাও।’
অভিনয়ের পাশাপাশি জড়িত আছেন নানা ব্যবসায়িক উদ্যোগে। Saint John ব্র্যান্ডের সঙ্গে ১২ মিলিয়ন ডলারের চুক্তি করেন। তৈরি করেছেন নিজস্ব ফ্যাশন লাইন ‘Atelier Jolie’, যার লক্ষ্য গৃহহীনদের সহায়তা করা।
ব্যক্তিগত জীবনও কম আলোচনার নয়। ১৯৯৬ সালে প্রথম বিয়ে করেন অভিনেতা জনি লি মিলারকে। বিয়ের দিনে নিজের রক্ত দিয়ে স্বামীর নাম লিখেছিলেন পোশাকে! সেই সম্পর্কের ইতি ঘটে ১৯৯৯ সালে। এরপর ২০০০ সালে বিয়ে করেন বিলি বব থর্নটনকে, যেটি ভেঙে যায় ২০০৩-এ।
সবচেয়ে আলোচিত ছিল ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক। ২০১৪ সালে তাঁরা বিয়ে করেন। দম্পতি হিসেবে তিন সন্তান দত্তক নেন: ম্যাডক্স, প্যাক্স ও জাহারা। পরবর্তীতে জন্ম দেন আরও তিন সন্তান—শিলোহ, নক্স ও ভিভিয়েন। তবে ২০১৬ সালে সেই সম্পর্কের ইতি ঘটে।
বর্তমানে ছয় সন্তানের মা অ্যাঞ্জেলিনা। মা হিসেবেই নিজেকে খুঁজে পেয়েছেন তিনি। জাতিসংঘের বিশেষ দূত হিসেবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ও শরণার্থী শিবিরে কাজ করেছেন। নারী অধিকার ও বাস্তুচ্যুত মানুষের পক্ষে বারবার সোচ্চার হয়েছেন।
নিজেকে হত্যা করার সিদ্ধান্ত থেকে ফিরে আসা সেই অ্যাঞ্জেলিনা জোলি আজ একজন জীবন্ত কিংবদন্তি। ব্যক্তিগত জীবনের দুঃখবোধ ও হতাশাকে শক্তিতে রূপান্তর করে হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। সূত্র: ডেইলি মেইল
বিনোদন ডেস্ক 







































