
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কুরবানির পশুর গোশত বিতরণ করেছে আমেনা ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এই কার্যক্রমে শতাধিক পরিবারকে কুরবানির গোশত দেওয়া হয়।
প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে এবছরও স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন দেশের প্রখ্যাত আলেম ও সমাজসেবক মুফতি আনসারুল হক ইমরান। গত বছরের ধারাবাহিকতায় এবছরও তিনি শরণখোলাবাসীর পাশে দাঁড়ান, যা স্থানীয়দের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতার আবহ তৈরি করেছে। এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন আমেনা ফাউন্ডেশনের চিফ কো-অর্ডিনেটর শের আলী ও সিমান্ত।
এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা মানবিক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান রেজাউল ইসলাম সাগর প্রমুখ।
দেশজুড়ে আমেনা ফাউন্ডেশনের এই ধরনের খেদমতমূলক কর্মকাণ্ড ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। স্থানীয়দের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়, যেন এই উদ্যোগ কবুল হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারিত হয়।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 




































