
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে চার শিশু ও পাঁচ নারীসহ ১২ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।
বিজিবি জানায়, সীমান্তে নিয়মিত টহলের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বাসিন্দা। তারা কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আটক ব্যক্তিদের বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মেহেরপুর প্রতিনিধি।। 







































