শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিজের অধিকার নিজেই আদায় করে নিতে হবে: জামায়াত আমীর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
ভিন্ন মতাদর্শের ধর্মাবলম্বীদের শক্ত হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ‘‘আপনাদেরকে অনুরোধ করবো একটু শক্ত হয়ে যান। বিভিন্ন সময়ে যারা জুলুম-নির্যাতন করেছে; তাদের তালিকা তৈরি করুন। এই তালিকায় আমার নাম থাকলে আমাকেও বাদ দিবেন না। কাউকে ভয় পাবেন না। কারো মুখের দিকে তাকাবেন না। নিজের অধিকারকে নিজেই লড়াই করে আদায় করতে হবে। আপনারা যদি শক্ত হয়ে যান তাহলে দুষ্কৃতকারীরা হেরে যাবে। আর আপনারা যদি ভয় পান তাহলে ওরা জিতে যাবে। এতে এরা জুলুম বন্ধ করবে না। এজন্য মন শক্ত করে, সাহস করে সাদাকে সাদা বলতে হবে। আমি বিশ্বাস করি আপনারা পারবেন। এই মহান কাজে আপনাদের সাথে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা আপনাদের সাথে থাকব। খণ্ডকালীন দায়িত্ব পালন করব না। নিয়মিত আপনাদের সাথে থেকে সবাই মিলে এই সমাজটাকে গড়ব।’’সোমবার (৯ই জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। বড়লেখার পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম।ডা: শফিকুর রহমান ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘‘এই দেশ আমাদের। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারব না। এ জন্য আগামীতে ন্যায্যতার ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার জন্য ও দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যাকে উপযুক্ত মনে করবেন তাঁর জন্য দোয়া করবেন, পরামর্শ দিবেন, সমর্থন করবেন; সাহস যোগাবেন। আর যাকে দুষ্কৃতকারী মনে করবেন সে যত দাপটওয়ালা হোক তাকে ঘৃণা করবেন এবং ত্যাগ করবেন।’’বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত এবং উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেলের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী জেনারেল আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জামায়াতের নির্ধারিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক গীতেশ চন্দ্র দাশ, ৫ নং খাসিয়া পুঞ্জির হ্যাডম্যান (মান্ত্রী) কেনেডি সুমের, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, প্রভাষক হাফেজ তাজুল ইসলাম, অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, সিলেট মহানগর পেশাজীবী ইউনিটের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মাহফুজ সুমন, বড়লেখা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, বড়লেখা গ্রামতলা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন, পেশাজীবী বিভাগ উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের মোহাঃ আবু তাহের, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, পৌর জামায়তের সাবেক সভাপতি খিজির আহমদ, বনাখলা খাসিয়া পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) নরাধার, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার কোষাধ্যক্ষ ডা: মুক্তা লাল বিশ্বাস, মৃণাল আচার্য্য, শ্যামল পাল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর বেলাল প্রমুখ।
জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

নিজের অধিকার নিজেই আদায় করে নিতে হবে: জামায়াত আমীর

প্রকাশের সময় : ০৬:৫৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
ভিন্ন মতাদর্শের ধর্মাবলম্বীদের শক্ত হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, ‘‘আপনাদেরকে অনুরোধ করবো একটু শক্ত হয়ে যান। বিভিন্ন সময়ে যারা জুলুম-নির্যাতন করেছে; তাদের তালিকা তৈরি করুন। এই তালিকায় আমার নাম থাকলে আমাকেও বাদ দিবেন না। কাউকে ভয় পাবেন না। কারো মুখের দিকে তাকাবেন না। নিজের অধিকারকে নিজেই লড়াই করে আদায় করতে হবে। আপনারা যদি শক্ত হয়ে যান তাহলে দুষ্কৃতকারীরা হেরে যাবে। আর আপনারা যদি ভয় পান তাহলে ওরা জিতে যাবে। এতে এরা জুলুম বন্ধ করবে না। এজন্য মন শক্ত করে, সাহস করে সাদাকে সাদা বলতে হবে। আমি বিশ্বাস করি আপনারা পারবেন। এই মহান কাজে আপনাদের সাথে থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা আপনাদের সাথে থাকব। খণ্ডকালীন দায়িত্ব পালন করব না। নিয়মিত আপনাদের সাথে থেকে সবাই মিলে এই সমাজটাকে গড়ব।’’সোমবার (৯ই জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। বড়লেখার পৌর শহরস্থ জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম।ডা: শফিকুর রহমান ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘‘এই দেশ আমাদের। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। দেশ ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারব না। এ জন্য আগামীতে ন্যায্যতার ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার জন্য ও দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য যাকে উপযুক্ত মনে করবেন তাঁর জন্য দোয়া করবেন, পরামর্শ দিবেন, সমর্থন করবেন; সাহস যোগাবেন। আর যাকে দুষ্কৃতকারী মনে করবেন সে যত দাপটওয়ালা হোক তাকে ঘৃণা করবেন এবং ত্যাগ করবেন।’’বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত এবং উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেলের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী জেনারেল আইনজীবী এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, জেলা মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জামায়াতের নির্ধারিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক গীতেশ চন্দ্র দাশ, ৫ নং খাসিয়া পুঞ্জির হ্যাডম্যান (মান্ত্রী) কেনেডি সুমের, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, প্রভাষক হাফেজ তাজুল ইসলাম, অধ্যাপক আজিজ আহমদ কিবরিয়া, সিলেট মহানগর পেশাজীবী ইউনিটের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ মাহফুজ সুমন, বড়লেখা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, বড়লেখা গ্রামতলা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন, পেশাজীবী বিভাগ উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের মোহাঃ আবু তাহের, উত্তর শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, পৌর জামায়তের সাবেক সভাপতি খিজির আহমদ, বনাখলা খাসিয়া পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) নরাধার, পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার কোষাধ্যক্ষ ডা: মুক্তা লাল বিশ্বাস, মৃণাল আচার্য্য, শ্যামল পাল, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু জাফর বেলাল প্রমুখ।