মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিবাহিত জীবনে যেভাবে ফিরিয়ে আনবেন ভালোবাসা

ছবি- সংগৃহীত

বিয়ে মানেই যে সবকিছু সহজভাবে চলতে থাকবে, এমন কিছু নয়। বরং অন্যান্য অনেক সম্পর্কের মতোই এই সম্পর্কেও নানা টানাপোড়েন থাকতে পারে। কাজ, দায়িত্ব, চাপ, এমনকি অভিভাবকত্বও স্বামী-স্ত্রীর মধ্যে অঘোষিত দূরত্ব নিয়ে আসতে পারে। সেই দূরত্ব মোটেও অলঙ্ঘনীয় কিছু নয়। তবে তা দূর করতে সচেতন হতে হবে স্বামী-স্ত্রী দু’জনকেই।

কোয়ালিটি টাইম কাটান

মন খুলে কথা বলুন

মন খুলে কথা বলতে পারলে কোনো সম্পর্কই খারাপ হতে পারে না। ভালোবাসা ম্লান হতে শুরু করে কারণ স্বামী-স্ত্রী পরস্পর মন খুলে কথা বলতে পারেন না। শুধু বলা না, সঙ্গীর কথাগুলোও আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার অনুভূতি, চাহিদা এবং উদ্বেগ সবকিছু তাকে খুলে বলুন। তবে সেসব কথা বলার জন্য উপযুক্ত সময় ও পরিবেশ খুঁজে নিন।

প্রতিদিন মমতা প্রকাশ করুন

ভালোবাসা এবং মায়ার ছোট ছোট কাজও বিয়ের সম্পর্ককে সুন্দর করে। উষ্ণ আলিঙ্গন, হাত ধরা, প্রশংসা, অথবা ঘন ঘন ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার মতো অভ্যাসগুলো স্বামী-স্ত্রীর সম্পর্ককে ম্লান হতে দেয় না। তার দিকে সুন্দর করে তাকানো, একটু মিষ্টি করে হাসা- এ ধরনের ছোট ছোট আচরণ বড় পার্থক্য নিয়ে আসবে। বয়স বাড়লেও কমবে না আপনাদের ভালোবাসা।

জনপ্রিয়

মরহুম মোসলেম উদ্দিন মাস্টারের স্মরণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

বিবাহিত জীবনে যেভাবে ফিরিয়ে আনবেন ভালোবাসা

প্রকাশের সময় : ০৭:৪২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

বিয়ে মানেই যে সবকিছু সহজভাবে চলতে থাকবে, এমন কিছু নয়। বরং অন্যান্য অনেক সম্পর্কের মতোই এই সম্পর্কেও নানা টানাপোড়েন থাকতে পারে। কাজ, দায়িত্ব, চাপ, এমনকি অভিভাবকত্বও স্বামী-স্ত্রীর মধ্যে অঘোষিত দূরত্ব নিয়ে আসতে পারে। সেই দূরত্ব মোটেও অলঙ্ঘনীয় কিছু নয়। তবে তা দূর করতে সচেতন হতে হবে স্বামী-স্ত্রী দু’জনকেই।

কোয়ালিটি টাইম কাটান

মন খুলে কথা বলুন

মন খুলে কথা বলতে পারলে কোনো সম্পর্কই খারাপ হতে পারে না। ভালোবাসা ম্লান হতে শুরু করে কারণ স্বামী-স্ত্রী পরস্পর মন খুলে কথা বলতে পারেন না। শুধু বলা না, সঙ্গীর কথাগুলোও আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার অনুভূতি, চাহিদা এবং উদ্বেগ সবকিছু তাকে খুলে বলুন। তবে সেসব কথা বলার জন্য উপযুক্ত সময় ও পরিবেশ খুঁজে নিন।

প্রতিদিন মমতা প্রকাশ করুন

ভালোবাসা এবং মায়ার ছোট ছোট কাজও বিয়ের সম্পর্ককে সুন্দর করে। উষ্ণ আলিঙ্গন, হাত ধরা, প্রশংসা, অথবা ঘন ঘন ‘আমি তোমাকে ভালোবাসি’ বলার মতো অভ্যাসগুলো স্বামী-স্ত্রীর সম্পর্ককে ম্লান হতে দেয় না। তার দিকে সুন্দর করে তাকানো, একটু মিষ্টি করে হাসা- এ ধরনের ছোট ছোট আচরণ বড় পার্থক্য নিয়ে আসবে। বয়স বাড়লেও কমবে না আপনাদের ভালোবাসা।