
নড়াইলের লোহাগড়ায় পানিতে ডুবে আয়েশা খানম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আয়েশা খানম (২) ওই গ্রামের আবির তাজ ইমনের মেয়ে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার সকালে ওই শিশুর পিতা আবির তাজ ইমন ও তার স্ত্রী ডাক্তার দেখানোর জন্য লোহাগড়ায় আসেন। এ সময় তারা শিশু আয়েশাকে দেখভাল করার জন্য তার দাদা-দাদীকে বলেন। কিন্তু সবার অগোচরে শিশু আয়েশা বাড়ির অদূরে একটি পুকুরে যায় এবং পুকুরের পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যুবরণ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
নড়াইল প্রতিনিধি 







































