
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলকারী গ্রেপ্তার-৩। মঙ্গলবার (১০ই জুন) বিকাল প্রায় সাড়ে ৩টার সময় থানার এসআই(নিঃ)/অলক বিহারী গুণ সঙ্গীয় অফিসার সহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউপির অন্তর্গত গোলগাঁও সাকিনস্থ জনৈক রহমান মিয়ার বসত বাড়ীর পশ্চিম পাশের পাকা রাস্তা হইতে বালু ভর্তি একটি ৩ টন ট্রাকসহ অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্য আলীশারকুলের বাসিন্দা আক্কাস মিয়ার ছেলে শাহবুদ্দিন মিয়া (২৪), একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে আনোয়ার মিয়া (২২) এবং বাদে আলিশার বাসিন্দা মখলিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (১৯)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনাস্থল থেকে একটি ৩ টন পুরাতন ট্রাক, যাহা রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২ বালু ভর্তি আনুমানিক ১৫০ (একশত পঞ্চাশ) ঘনফুট বালু, যাহার মূল্য অনুমান ৩,৭৫০/-(তিন হাজার সাতশত পঞ্চাশ) টাকা উদ্ধার ও তা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা অবৈধভাবে উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে আসছে। বুধবার উক্ত ঘটনার বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীগন বিহীন পলাতক অবৈধবালু ব্যবসায়ী চক্রের মূল হোতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 







































