
বলিউড অভিনেত্রী দিব্যা দত্ত। সালমান খান ও সুস্মিতা সেনের মতো দিব্যাও বিয়ে না করার পক্ষে।
সাক্ষাৎকারে দিব্যা বলেন, ‘যদি একজন ভালো সঙ্গী খুঁজে পাই, তাহলে বিয়ে করতে রাজি আছি। তা না হলেও জীবন সুন্দরভাবে এগিয়ে চলে। অকার্যকর দাম্পত্যে থাকার চেয়ে নিজেকে সময় দেওয়া অনেক ভালো। সম্পর্কের মধ্যে নিজেকে ছোট করা থেকে নিজেকে ভালোবাসা অনেক বেশি জরুরি।
বিয়ে নিয়ে নিজের মনোভাব পরিষ্কার করে দিব্যা বলেন, ‘আমি বিয়ে করতে চাই না, তবে এমন একজন সঙ্গী চাই যার সঙ্গে ভ্রমণে বের হতে পারি। আর যদি তাও না হয়, তাও আমি সুখী। একবার আমার এক বন্ধু একটা উদ্ধৃতি পাঠিয়েছিল—”আপনি কেন বিয়ে করেননি? আপনি তো সুন্দর, আকর্ষণীয়, যত্নশীল।” আমি বলেছিলাম, “সম্ভবত আমি ওভারকোয়ালিফাইড!” এমন একটা সময় ছিল, যখন আমি ভাবতাম একজন সঙ্গী না থাকলে জীবন অপূর্ণ। এখন বুঝি, সেই ভাবনাটা ছিল ভুল। এখন আর আমি আমার আস্তিনে হৃদয় পরে ঘুরি না।
দিব্যার পরবর্তী প্রজেক্ট হলো ‘নাস্তিক’। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্জুন রামপাল, ইহানা ধিলোঁ এবং হর্ষালি মালহোত্রা। ছবিটি পরিচালনা করছেন শৈলেশ ভার্মা। তবে এখনও ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
বিনোদন ডেস্ক 






































