
হজ পালনের পর পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া তারকা হানিয়া আমির বর্তমানে সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মায়ের সঙ্গে হজ পালনের দেশটির বিভিন্ন অঞ্চল।
তার পোস্ট করা একটি ছবির ক্যাপশনে হানিয়া নিজেকে ‘রাজকুমারী’ হিসেবে অভিহিত করেছেন যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভ্রমণকালে তিনি সৌদি আরবের বিখ্যাত ফাস্ট ফুড চেইন ‘আল বিক’-এর খাবারের স্বাদও গ্রহণ করেছেন। বন্ধুদের সাথে এই ফাস্ট ফুড রেস্টুরেন্টে তোলা ছবিতে তাকে বেশ প্রফুল্ল মেজাজে দেখা গেছে।
উল্লেখ্য, হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১৮.৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে যা তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ এবং ‘দিলরাবা’।
বিনোদন ডেস্ক 







































