বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের দু-দিন পর যুবতীর মরদেহ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজ হওয়ার দুইদিন পর এক স্কুলছাত্রীর মৃতদের পাওয়া গেছে। আনজুম (১৫) নামক। ওই স্কুলছাত্রী বৃহস্পতিবার (১২ই জুন) সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য ব্রাহ্মণ্বণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রের বরাতে জানা যায়, নিখোঁজ হওয়ার দু’দিন পর শনিবার বিকাল ৫টার দিকে স্থানীয় মসজিদের অদূরে একটি জঙ্গলে নাসিফা জান্নাত আনজুম এর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, “নাফিসা আনজুমের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত তদন্তের পর বলা যাবে। প্রাথমিক তদন্ত চলছে।”

এই ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

নিখোঁজের দু-দিন পর যুবতীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজ হওয়ার দুইদিন পর এক স্কুলছাত্রীর মৃতদের পাওয়া গেছে। আনজুম (১৫) নামক। ওই স্কুলছাত্রী বৃহস্পতিবার (১২ই জুন) সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য ব্রাহ্মণ্বণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রাম থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্রের বরাতে জানা যায়, নিখোঁজ হওয়ার দু’দিন পর শনিবার বিকাল ৫টার দিকে স্থানীয় মসজিদের অদূরে একটি জঙ্গলে নাসিফা জান্নাত আনজুম এর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার বলেন, “নাফিসা আনজুমের মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত তদন্তের পর বলা যাবে। প্রাথমিক তদন্ত চলছে।”

এই ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।