বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল ফোন না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা 

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধি 
নড়াইলের লোহাগড়ায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্না সাহা (১৫) নামের এক স্কুলছাত্রী। নিহত শ্রীবর্না লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবার সূত্রে জানা যায়, শ্রীবর্না সাহা তার বাবা গৌতম কুমার সাহার কাছে মোবাইল ফোন চায় গান শোনার জন্য। কিন্তু বাবা ফোন দিতে অস্বীকৃতি জানান। এতে অভিমানে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন দীর্ঘক্ষণ পর দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

মোবাইল ফোন না পেয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা 

প্রকাশের সময় : ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
নড়াইল প্রতিনিধি 
নড়াইলের লোহাগড়ায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে শ্রীবর্না সাহা (১৫) নামের এক স্কুলছাত্রী। নিহত শ্রীবর্না লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া পৌর শহরের সরকারপাড়া এলাকায় নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবার সূত্রে জানা যায়, শ্রীবর্না সাহা তার বাবা গৌতম কুমার সাহার কাছে মোবাইল ফোন চায় গান শোনার জন্য। কিন্তু বাবা ফোন দিতে অস্বীকৃতি জানান। এতে অভিমানে নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন দীর্ঘক্ষণ পর দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মরদেহর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।