
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বকশীগঞ্জ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৫ জুন) বেলা ৩.৩০ মিনিটের দিকে পৌরশহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠের পাশে নিম,কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধী
গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবায়দুল ইসলাম শামীম । তিনি বলেন, ‘প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সামাজিক দায়বদ্ধতাও পালন করি।’
তিনি জানান, দেশের বর্তমান জলবায়ু সংকট ও পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে পরিবেশ সুরক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা শুধু প্রতীকী নয়, বরং ধারাবাহিকভাবে বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ছাড়াও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন যায়গায় পরিবেশবান্ধব বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল। ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাজাহান শাওন,।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, আশরাফুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম, জেলা ছাত্রনেতা জাকির,ইমরান,নাছিরসহ ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতাকর্মী।
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































