শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

প্রতীকী ছবি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার নাম আসালতা দাস (৭৫)। তিনি উপজেলার মধ্য বাছিরপুর গ্রামের বাসিন্দা নির্মল দাসের স্ত্রী। রোববার (১৫ই জুন) দুপুরে বাড়ির পেছনে জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জানাযায়, সকালে আসালতা ঘরে না থাকায় তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে বাড়ির পেছনে জমির পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।
পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ওই নিচু এলাকার জায়গাগুলোতে এখনও পানিতে ডুবে আছে। ধারণা করা হচ্ছে, আসালতা দাস অসাবধানতাবশত পড়ে গিয়ে ডুবে যান।
জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রীতিনীতি অনুযায়ী সৎকারের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়

যশোরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

প্রকাশের সময় : ০৯:১৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে পানিতে ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধার নাম আসালতা দাস (৭৫)। তিনি উপজেলার মধ্য বাছিরপুর গ্রামের বাসিন্দা নির্মল দাসের স্ত্রী। রোববার (১৫ই জুন) দুপুরে বাড়ির পেছনে জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জানাযায়, সকালে আসালতা ঘরে না থাকায় তাঁকে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। দুপুর ১২টার দিকে বাড়ির পেছনে জমির পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।
পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ওই নিচু এলাকার জায়গাগুলোতে এখনও পানিতে ডুবে আছে। ধারণা করা হচ্ছে, আসালতা দাস অসাবধানতাবশত পড়ে গিয়ে ডুবে যান।
জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, স্বজনদের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রীতিনীতি অনুযায়ী সৎকারের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।