
রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসমত আলী (১৮) ও সিহাব মন্ডল (১৮) নামে দুই তরুণের বিরুদ্ধে ।
রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের একটি পানের বরজের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে অষ্টম শ্রেণি পড়ুয়া ওই দুই ছাত্রী।
ভুক্তভোগী দুই ছাত্রী জানায়, তারা স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে সিহাব ও হাসমত তাদের পথ আটকে দাঁড়ায়। এরপর পকেট থেকে ব্লেড বের করে তাদের ভয় দেখিয়ে পাশের একটি পানের বরজে নিয়ে যায় ওই দুই তরুণ। সেখানে দুজন আলাদাভাবে দুজনকে ধর্ষণ করে। ধর্ষণের কথা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয় তারা।
ভুক্তভোগী এক ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা করেছে। ধর্ষকের বিচার চাই। এ বিষয়ে আমরা থানায় মামলা করব।
এ ব্যাপারে খোঁজ নিতে গেলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ী প্রতিনিধি।। 







































