
লুডু খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৫ জুন) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— আ. ছাত্তার (৬০), দুলাল মিয়া (৩৫), ফুয়াদ হোসেন (১৫), আম্বিয়া খাতুন (৫৫), লিটন মিয়া (৩২), রাকিব হাসান (২৪), ঝর্ণা খাতুন (৫০), আশানূর রহমান (১৮), আজিজুল হক (২৫), খোকন মিয়া (৪০), হাফিজ উদ্দিন (৬০), আমিনুল ইসলাম (৩০) এবং ইয়াসিন মিয়া (২৮)।
এ বিষয়ে এসআই মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, গতরাতে স্থানীয় মফিজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও আ. হেলিমের ছেলে ইয়াসিন (২৮) টাকা নির্ধারণ করে লুডু খেলছিলেন। এ সময় আমিনুল হেরে গেলে ইয়াসিন টাকা চান। কিন্তু আমিনুল ক্ষিপ্ত হন। এতে দুজনের মধ্যে মারপিট ও হাতাহাতির ঘটনা ঘটে। রোববার সকালে মারধরের শিকার ইয়াসিন বিচার চাইতে গেলে আমিনুলের বাবা মফিজ উদ্দিন তেড়ে আসেন। এ সময় আমিনুল ক্ষিপ্ত হয়ে ইয়াসিনকে ফের মারধর করেন।
তিনি আরও বলেন, এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ কমপক্ষে ১৩ জন আহত হন।
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

























