
অফিসে বন্ধু থাকা আশীর্বাদের মতো। এ ধরনের বন্ধুরাই আমাদের চাপ এবং চ্যালেঞ্জিং সময় কাটিয়ে উঠতে সাহায্য করে। তারা আমাদের সাফল্যও উদযাপন করে। তবে বন্ধু হিসেবে অভিনয় করলেও আসলে বন্ধু নয়, এমনও সহকর্মী থাকতে পারে। এ ধরনের মানুষই হলো বন্ধুরূপী শত্রু।
উল্টাপাল্টা প্রশংসা: এ ধরনের সহকর্মী আপনার প্রশংসা করবে ঠিকই তবে সেইসঙ্গে সূক্ষ্ম খোঁচাও দেবে। যেমন আপনার কোনো কাজ ভালো হলে বলবে যে, তোমার কাজটা তো অপ্রত্যাশিতভাবে ভালো হয়ে গেছে। এর অর্থ হলো আপনার দক্ষতাকে ছোট করে দেখা। এ ধরনের মন্তব্য আপনার মনোভাব নষ্টও করে দিতে পারে। কিন্তু এই ফাঁদে পা দেবেন না। বরং আপনাকে খোঁচা দিয়ে কথা বলতে চাইলে আপনিও তাকে সমর্থন দেওয়ার ভান করুন। এতে তার উদ্দেশ্য সফল হবে না।
আপনার সফলতা তারা দেখতে পায় না: একজন প্রকৃত বন্ধু কঠিন পরিস্থিতিতে এবং সাফল্যে আপনার পাশে থাকবে। আপনার সাফল্য উদযাপনে তারা সত্যিই খুশি হয়। কিন্তু আপনার সফলতায় আপনারই বন্ধুরূপী কেউ ঈর্ষা করা শুরু করতে পারে। কেন? কারণ গোপনে সে আপনাকে সহ্য করতে পারে না। আপনার উন্নতি তার জন্য বিশাল অস্বস্তির কারণ।
লাইফস্টাইল ডেস্ক 






































