
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মূল হোতা বাসের হেলপার লিটন মিয়াকে (২৬) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে র্যাব-৯, সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া বাসের হেলপার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের নুরু মিয়ার ছেলে।
সোমবার সকালে তরুণী নিজেই নবীগঞ্জ থানায় বাসচালক সাব্বিরকে প্রধান ও লিটনকে দ্বিতীয় আসামি করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ওই তরুণীকে চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর পর সটকে পড়েন ধর্ষণ-কাণ্ডের মূল হোতা হেলপার লিটন। গ্রেফতার এড়াতে লিটন আত্মগোপনে চলে যায়। অন্যদিকে লিটনকে গ্রেপ্তার করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের সদর কোম্পানি এবং সিপিসি-৩ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ আভিযানিক দল সিলেট জেলার দক্ষিণ সুরমা থানাধীন জালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে দায়েরকৃত মামলার আসামি মূল হোতা বাসের হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
হবিগঞ্জ প্রতিনিধি 



















