বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লঘুচাপের প্রভাবে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৬ জুন) ফেসবুকে এক পোস্টে বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছে .. বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগের ওপরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে একটানা বৃষ্টি হতে পারে।

ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থল ভাগের ওপরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। খুলনা বিভাগের ওপরে এর কেন্দ্র অবস্থান করছে। বাংলাদেশ বিমানবাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র অনুসারে আজ মঙ্গলবার দুপুর ২টায় মৌসুমি লঘুচাপটির কেন্দ্র অবস্থান করছিল খুলনা বিভাগের যশোর জেলার ওপরে।

এই লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণায়মান মেঘ হতে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বেশিভাগ জেলা ও ময়মনিসংহ, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপরে। লঘুচাপটির কেন্দ্র বর্তমান অবস্থান (যশোর জেলা) থেকে সরাসরি উত্তর দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী ২ দিন (বুধ ও বৃহস্পতিবার)।

এই লঘুচাপের ফলে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের ওপরে একটানা বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বিশেষ করে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার প্রায় সারাদিন বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশি জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপরে থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

আজ সন্ধ্যার পর থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে। আজ মধ্য রাতের পর থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, শেরপুর, কক্সবাজার, বান্দরবন জেলায় ভারী থেকে খুবই ভারী বৃষ্টির আশংকা রয়েছে।

আজ থেকে শুরু করে আগামী শুক্রবার (২০ জুন) পর্যন্ত ৪ দিন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, পঞ্চগড়, নীলফারামী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা রয়েছে।

জনপ্রিয়

পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

লঘুচাপের প্রভাবে টানা ৩ দিন বৃষ্টি হতে পারে

প্রকাশের সময় : ০৫:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

মঙ্গলবার (১৬ জুন) ফেসবুকে এক পোস্টে বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছে .. বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগের ওপরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে একটানা বৃষ্টি হতে পারে।

ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের স্থল ভাগের ওপরে একটি মৌসুমি লঘুচাপের সৃষ্টি হয়েছে। খুলনা বিভাগের ওপরে এর কেন্দ্র অবস্থান করছে। বাংলাদেশ বিমানবাহিনীর রাডার থেকে প্রাপ্ত রিফলেকটিভিটি মানচিত্র অনুসারে আজ মঙ্গলবার দুপুর ২টায় মৌসুমি লঘুচাপটির কেন্দ্র অবস্থান করছিল খুলনা বিভাগের যশোর জেলার ওপরে।

এই লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া ঘূর্ণায়মান মেঘ হতে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বেশিভাগ জেলা ও ময়মনিসংহ, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার ওপরে। লঘুচাপটির কেন্দ্র বর্তমান অবস্থান (যশোর জেলা) থেকে সরাসরি উত্তর দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগামী ২ দিন (বুধ ও বৃহস্পতিবার)।

এই লঘুচাপের ফলে আজ মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের ওপরে একটানা বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বিশেষ করে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার প্রায় সারাদিন বাংলাদেশের খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশি জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের জেলাগুলোর ওপরে থেমে-থেমে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

আজ সন্ধ্যার পর থেকে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির শুরুর প্রবল আশংকা করা যাচ্ছে। আজ মধ্য রাতের পর থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, শেরপুর, কক্সবাজার, বান্দরবন জেলায় ভারী থেকে খুবই ভারী বৃষ্টির আশংকা রয়েছে।

আজ থেকে শুরু করে আগামী শুক্রবার (২০ জুন) পর্যন্ত ৪ দিন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, পঞ্চগড়, নীলফারামী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা রয়েছে।