
ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর ইব্রাহিম। যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। ১৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর সফলভাবে টিউমার অপসারণ করা হয় তার শরীর থেকে।
প্রায় ১১ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সম্প্রতি নিজের বাড়িতে ফিরেছেন তিনি। ঘরে ফিরতেই দুই বছরের ছেলে রুহানের মুখ দেখে আবেগে ভেসেছেন দীপিকা।
বাসায় ফেরা উপলক্ষে দীপিকার শাশুড়ি ও ননদ মিলে আয়োজন করেন ঘরোয়া ভোজের। কিন্তু তবুও মন ভালো নেই অভিনেত্রীর। কারণ, কষ্ট পাচ্ছেন নিজের দুই বছরের সন্তানের জন্য।
তিনি বলেন, ‘রুহান চাইছে স্তন্যপান করতে। কিন্তু আমি অপারগ। সেই রাতে খুব কেঁদেছি। এতটা কান্না হয়তো সন্তান জন্মের পর এই প্রথম কেঁদেছিলাম।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন দীপিকা। গত মাসে ব্যথা তীব্র আকার ধারণ করলে মুম্বাইয়ের একটি হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করান তিনি। সেখানেই ধরা পড়ে, তার যকৃতে টেনিস বলের মতো আকারের একটি টিউমার রয়েছে, যা ক্যানসার আক্রান্ত।
চিকিৎসকদের পরামর্শে দ্রুত অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর ইদের আগের দিন তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। আর গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পান দীপিকা।
বর্তমানে নিজ বাসায় বিশ্রামে আছেন এই জনপ্রিয় অভিনেত্রী। শারীরিক দুর্বলতা থাকলেও পরিবারের ভালোবাসায় ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।
বিনোদন ডেস্ক 







































