মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুজাতপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনা

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর কলেজের এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি প্রফেসর ড. এম. মেজবাহ উদ্দিন।
কলেজের গভর্নিং বডির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক নুরুন নাহারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী মোঃ আফজাল হোসেন, হিতৈষী সদস্য মোঃ আরিফ হোসেন। প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাসুদ পারভেজ।
আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম সরকার, আইসিডিডিআরবির কর্মকর্তা (অব.) এমএ জামান, সমাজসেবক সাইজ উদ্দিন মাতাব্বর, সহযোগী অধ্যাপক শুভ্রত দাস, ফারুক মিয়াজি, নিজাম উদ্দিন আহমেদ, সুজাতপুর নেছারিয়া উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, জসিম উদ্দিন, হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ রাফিকুল ইসলাম। মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী তাছনুর আক্তার ও শিক্ষার্থী তাসফিয়া আক্তার।
প্রধান অতিথি ড. এম. মেজবাহ উদ্দিন বলেন, এ বিদায় মানে একেবারে চলে যাওয়ার সেই বিদায় নয়, এটা হল শিক্ষা জীবনের একটি ধাপ থেকে আরেকটি ধাপে যাওয়ার বিদায়। তাই এটাকে বিদায় বলা যায় না। আমি আশা করি আজকে যারা উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষা স্তরে চলে যাবে, তারা আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং এলাকার সেবক হয়ে কাজ করবে।
জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

সুজাতপুর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনা

প্রকাশের সময় : ০৫:৫০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর কলেজের এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি প্রফেসর ড. এম. মেজবাহ উদ্দিন।
কলেজের গভর্নিং বডির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক নুরুন নাহারের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যোৎসাহী মোঃ আফজাল হোসেন, হিতৈষী সদস্য মোঃ আরিফ হোসেন। প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাসুদ পারভেজ।
আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম সরকার, আইসিডিডিআরবির কর্মকর্তা (অব.) এমএ জামান, সমাজসেবক সাইজ উদ্দিন মাতাব্বর, সহযোগী অধ্যাপক শুভ্রত দাস, ফারুক মিয়াজি, নিজাম উদ্দিন আহমেদ, সুজাতপুর নেছারিয়া উবির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত হোসেন, জসিম উদ্দিন, হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ রাফিকুল ইসলাম। মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী তাছনুর আক্তার ও শিক্ষার্থী তাসফিয়া আক্তার।
প্রধান অতিথি ড. এম. মেজবাহ উদ্দিন বলেন, এ বিদায় মানে একেবারে চলে যাওয়ার সেই বিদায় নয়, এটা হল শিক্ষা জীবনের একটি ধাপ থেকে আরেকটি ধাপে যাওয়ার বিদায়। তাই এটাকে বিদায় বলা যায় না। আমি আশা করি আজকে যারা উচ্চ মাধ্যমিক শেষ করে উচ্চ শিক্ষা স্তরে চলে যাবে, তারা আগামী দিনে এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং এলাকার সেবক হয়ে কাজ করবে।