মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইবি নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ লাইট বিতরণ  

হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ লাইট বিতরণ করেছে প্রক্টরিয়াল বডি। এতে প্রায় ৩৫ টি ছাতা ও ২৫ টি টর্চ লাইট বিতরণ করা হয়।
শনিবার (২১ জুন) বিকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিভিন্ন স্তরের নিরাপত্তাকর্মী।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায়  আনসার কর্মীরা এবং আমার সিকিউরিটি সেলের যারা দায়িত্ব আছে। তারা সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে  যাচ্ছে। মাননীয় উপাচার্য স্যার আমার মাধ্যমে তাদের  সুবিধা- অসুবিধা ও তাদের খোঁজ খবর নেন। বর্ষাকাল ছাতা ও রাতে চলাচলের জন্য লাইট প্রয়োজন। কারণ মৌসুমি বৃষ্টিতে অনেক সাপ- পোকার উপদ্রব বেড়ে যায়। স্যারকে বিষয়টি জানালে তাঁর নির্দেশেই মূলত আমি এই আয়োজন করি। আমরা আজকে প্রায় ৩৫ টি ছাতা, ২৫ টি লাইট বিতরণ করেছি যেখানে দুই ধরনের মানের উপকরণ ছিলো। এক ধরনের উপকরণ সিকিউরিটি সেলের দায়িত্বশীলদের ও আরেক ধরনের উপকরণ আনসার কর্মীদের প্রদান করা হয়।  এগুলো কারো ব্যক্তিগত কাজের জন্য নয় বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে। আমরা আশা করি তারা লাইট ও ছাতার সঠিক ব্যবহার করবে।
আন্তরিকভাবে কাজ করে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই মৌসুমের জন্য ছাতা প্রয়োজন। আর টর্চ লাইট দেওয়া হলো আপনারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য দেখবেন। এই দুটো জিনিসের মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন আর বিশ্ববিদ্যালয়কে ভালো রাখতে পারবেন।  এই চিন্তা প্রক্টরিয়াল বডি থেকে এসেছে তাদেরকে ধন্যবাদ। আপনারা এই ক্যাম্পাসের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবেন। এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা।
জনপ্রিয়

যশোর বাঘারপাড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মানুষের দোয়া

ইবি নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ লাইট বিতরণ  

প্রকাশের সময় : ০৪:৩৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
হারুন অর রশিদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক নিরাপত্তা জোরদারে নিরাপত্তাকর্মীদের মাঝে ছাতা ও টর্চ লাইট বিতরণ করেছে প্রক্টরিয়াল বডি। এতে প্রায় ৩৫ টি ছাতা ও ২৫ টি টর্চ লাইট বিতরণ করা হয়।
শনিবার (২১ জুন) বিকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিভিন্ন স্তরের নিরাপত্তাকর্মী।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায়  আনসার কর্মীরা এবং আমার সিকিউরিটি সেলের যারা দায়িত্ব আছে। তারা সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে  যাচ্ছে। মাননীয় উপাচার্য স্যার আমার মাধ্যমে তাদের  সুবিধা- অসুবিধা ও তাদের খোঁজ খবর নেন। বর্ষাকাল ছাতা ও রাতে চলাচলের জন্য লাইট প্রয়োজন। কারণ মৌসুমি বৃষ্টিতে অনেক সাপ- পোকার উপদ্রব বেড়ে যায়। স্যারকে বিষয়টি জানালে তাঁর নির্দেশেই মূলত আমি এই আয়োজন করি। আমরা আজকে প্রায় ৩৫ টি ছাতা, ২৫ টি লাইট বিতরণ করেছি যেখানে দুই ধরনের মানের উপকরণ ছিলো। এক ধরনের উপকরণ সিকিউরিটি সেলের দায়িত্বশীলদের ও আরেক ধরনের উপকরণ আনসার কর্মীদের প্রদান করা হয়।  এগুলো কারো ব্যক্তিগত কাজের জন্য নয় বরং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে। আমরা আশা করি তারা লাইট ও ছাতার সঠিক ব্যবহার করবে।
আন্তরিকভাবে কাজ করে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই মৌসুমের জন্য ছাতা প্রয়োজন। আর টর্চ লাইট দেওয়া হলো আপনারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য দেখবেন। এই দুটো জিনিসের মাধ্যমে আপনি ভালো থাকতে পারবেন আর বিশ্ববিদ্যালয়কে ভালো রাখতে পারবেন।  এই চিন্তা প্রক্টরিয়াল বডি থেকে এসেছে তাদেরকে ধন্যবাদ। আপনারা এই ক্যাম্পাসের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবেন। এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা।