
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার বাবা-মায়ের বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন। ভাবনা তার পোস্টে পরিবারের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন এবং বিশেষ দিনগুলোতে পরিবারের সঙ্গে থাকার গুরুত্ব তুলে ধরেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা-মায়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করি ভাবনা লিখেছেন, ‘আম্মু আব্বুর বিবাহ বার্ষিকী। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার পরিবার। আমি সবসময় চেষ্টা করেছি স্পেশাল দিনগুলোতে কখনো কাজ না রাখতে।
তার কথায়, আমার মা বাবা কে আমি এভাবেই দেখতে চাই। আমাদের এই চারজনের আমরাই ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে সবসময় আনন্দে রাখুক। সুস্থ রাখুক। আমার আম্মু আব্বুর জন্যে সবাই দোয়া করবেন। ধন্যবাদ।
অভিনেত্রী ভাবনা প্রায়শই সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত জীবনের মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। তার পরিবারের প্রতি এই ভালোবাসা ও শ্রদ্ধাবোধ নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছে।
বিনোদন ডেস্ক 







































