
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার পাংশা উপজেলাতে পাংশা মডেল থানা পুলিশের অভিযানে একটি দেশীয় অস্ত্র (পাইপগান) সহ মুহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার হয়েছে।
আসামি মুহিদুল পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গার বালিয়ারচর গ্রামের মৃত যতন আলী মন্ডলের ছেলে।
পাংশা থানা পুলিশসুত্রে জানাযায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার এসআই মোঃ ওবায়দুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সহ উপজেলার বহলাডাঙ্গা গ্রাতে গ্রেফতারকৃত আসামী মহিদুল ইসলাম(৩০) এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার নিকট একটি অবৈধ অস্ত্র রয়েছে। ওইসময় উপস্থিত লোকজনের সামনে তার বাড়ীর রান্না ঘরের ভিতরে জ্বালানী (গবরের তৈরী মুঠিয়া) এর স্তুপের মধ্যে একটি বাজার করা প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে দেশীয় তৈরী ০১ (এক) টি সচল পাইপগান ধৃত আসামী নিজ হাতে বের করে দেয়া মতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
এবিষয়ে পাংশা মডেল থানা পুলিশ জানায় পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 







































