
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনবার্সন সহায়তা খাত হতে খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের (উফশী আউশ জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতা ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয় ।
কৃষি অফিসা সূত্রে জানাযায়, উপজেলার ৭টি ইউনিয়নের ১১৫০ জন কৃষকদের মধ্যে পাঁচ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিওপি সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণী কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম প্রমূখ।
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 





































