
নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার পল্লীতে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার খাশিয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল পশ্চিম পাড়ার মালেক মোল্যা ও দাউদ মোল্যার মধ্যে পৈত্রিক একটি জমির মালিকানাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দাউদ মোল্যার ছেলে আবুল বাশার বিরোধপূর্ণ ওই জমি থেকে বাঁশ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হন মালেক মোল্যা, রসুল মোল্যা, রমজান মোল্যা, রাজিয়া বেগম, ঋতুখাতুন, আমিনুর মোল্যা, আহাদ শেখ, কিরামত আলী, শহিদুল ইসলাম ও জান্নাতি খাতুন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতদের মধ্য মালেক মোল্যা, রসুল মোল্যা ও রমজান মোল্যার জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলার নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানান, একটি জমির পৈত্রিক মালিকানাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নড়াইল প্রতিনিধি 




































