বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নিয়োগবিধি সংশোধনের দাবিতে

নান্দাইলে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা যে ৬টি দাবি উত্থাপন করেন, সেগুলো হলো—
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান,
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৩. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,
৪. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা,
৫. চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং
৬. মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবু ওবায়দুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। তাই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

নিয়োগবিধি সংশোধনের দাবিতে

নান্দাইলে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

প্রকাশের সময় : ০৮:২০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার, তৌহিদুল ইসলাম সরকার

নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা যে ৬টি দাবি উত্থাপন করেন, সেগুলো হলো—
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান,
২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,
৩. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,
৪. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা,
৫. চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং
৬. মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আবু ওবায়দুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। তাই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।