শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে প্রতারণা: চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত

ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্থ আয়ের কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গাজীপুরে চীনের নাগরিকসহ পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে। রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার এসএম শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- চীনের নাগরিক মা ফিউবিন, টাঙ্গাইলের মিজানুর রহমান (৩১) ও আব্দুল সাত্তার (৪২), বগুড়ার মাসুম বিল্লাহ (২৫) এবং দিনাজপুরের আসাদুজ্জামান (৩২)। তারা সবাই রাজধানীর বসুন্ধরা এলাকায় বসবাস করতেন।

জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) এসএম শফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম মহানগর এলাকার সাইবার ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ওই পাঁচ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, চীনের নাগরিক বাংলাদেশে এজেন্ট হিসেবে অবস্থান করে চীনে বসবাসরত তার সহযোগীরা বাংলাদেশের সাধারণ মানুষকে ঘরে বসে অনলাইনে আয় করার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। চীনের নাগরিক বাংলাদেশি সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে এসব অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) রেজাউর রহমান, উপ- কমিশনার (ডিবি-দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

অনলাইনে প্রতারণা: চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০১:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্থ আয়ের কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গাজীপুরে চীনের নাগরিকসহ পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে। রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ জুন) বিকালে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার এসএম শফিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- চীনের নাগরিক মা ফিউবিন, টাঙ্গাইলের মিজানুর রহমান (৩১) ও আব্দুল সাত্তার (৪২), বগুড়ার মাসুম বিল্লাহ (২৫) এবং দিনাজপুরের আসাদুজ্জামান (৩২)। তারা সবাই রাজধানীর বসুন্ধরা এলাকায় বসবাস করতেন।

জিএমপির উপ-কমিশনার (মিডিয়া) এসএম শফিকুল ইসলাম জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম মহানগর এলাকার সাইবার ক্রাইম মনিটরিং অভিযান পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বসুন্ধরা এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে ওই পাঁচ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল জব্দ করা হয়। সেগুলো পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, চীনের নাগরিক বাংলাদেশে এজেন্ট হিসেবে অবস্থান করে চীনে বসবাসরত তার সহযোগীরা বাংলাদেশের সাধারণ মানুষকে ঘরে বসে অনলাইনে আয় করার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। চীনের নাগরিক বাংলাদেশি সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে এসব অর্থ আত্মসাৎ করেছেন। তাদের বিরুদ্ধে জিএমপি সদর থানায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) রেজাউর রহমান, উপ- কমিশনার (ডিবি-দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন উপস্থিত ছিলেন।