সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে পদ্মার এক বাঘাইড় ৪৯ হাজারে বিক্রি!

রাজবাড়ী প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে একটি বাঘাইড় মাছ ৪৯ হাজার  ৯৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ৩৭ কেজি। বুধবার (২৫ জুন) ভোরে উপজেলার মজলিশপুর এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে জেলে তোরাপ হাওলাদারের জালে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লার কাছে বাঘাইড়টি বিক্র করেন ওই জেলে।
মাছটির ক্রেতা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেশি দামে বিক্রির আশায় জেলে তোরাপ হাওলাদারের কাছ থেকে ৩৭ কেজি ওজনের ওই বাঘাইড়টি ৪৯ হাজার  ৯৫০ টাকায় আমি কিনেছি। ক্রেতা পেলে সামান্য লাভে বাঘাইড়টি বিক্রি করবো।
জনপ্রিয়

মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরষ্কার পেলেন মাকরুজ্জামান

গোয়ালন্দে পদ্মার এক বাঘাইড় ৪৯ হাজারে বিক্রি!

প্রকাশের সময় : ০৩:০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
রাজবাড়ী প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে একটি বাঘাইড় মাছ ৪৯ হাজার  ৯৫০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ৩৭ কেজি। বুধবার (২৫ জুন) ভোরে উপজেলার মজলিশপুর এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে জেলে তোরাপ হাওলাদারের জালে। পরে দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লার কাছে বাঘাইড়টি বিক্র করেন ওই জেলে।
মাছটির ক্রেতা দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বেশি দামে বিক্রির আশায় জেলে তোরাপ হাওলাদারের কাছ থেকে ৩৭ কেজি ওজনের ওই বাঘাইড়টি ৪৯ হাজার  ৯৫০ টাকায় আমি কিনেছি। ক্রেতা পেলে সামান্য লাভে বাঘাইড়টি বিক্রি করবো।