সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মাথায় অস্ত্র ঠেকিয়ে

দিন-দুপুরে ৩৪ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরলে দিন-দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে শটকে পড়েছে ছিনতাইকারীরা। বুধবার (২৫ জুন) দুপুর আনুমানিক সোয়া ২টার দিনাজপুর শহর-বিরল সড়কের  মুরাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিরল উপজেলার ৬নং ভাণ্ডারা ইউনিয়নের গোপালপুর বড়বাড়ি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ মইনুল ইসলাম নিজ বাড়ি হতে ২৬ লাখ টাকা এবং এনআরবি ব্যাংক থেকে ৮ লাখ টাকার উত্তোলন করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দিনাজপুর শহরের অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখায় সিসি লোনের টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে ওই স্থানে তাকে আটক করে ছিনতাইকারীরা। মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয়-ভীতি দেখিয়ে মইনুল এর কাছে ৩৪ লাখ টাকা ছিনতাই করে দুটি মোটরসাইকেল চোখে পালিয়ে যায়।

এ বিষয়ে বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখানে স্থানীয় লোকদের মুখ থেকে বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগী মইনুল এখনো কোনো মামলা দায়ের করেননি। তারপরও ছিনতাইকারী সন্দেহে তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

জনপ্রিয়

তারেক রহমান ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন

মাথায় অস্ত্র ঠেকিয়ে

দিন-দুপুরে ৩৪ লাখ টাকা ছিনতাই

প্রকাশের সময় : ০৭:৪৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

দিনাজপুরের বিরলে দিন-দুপুরে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ ৩৪ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে শটকে পড়েছে ছিনতাইকারীরা। বুধবার (২৫ জুন) দুপুর আনুমানিক সোয়া ২টার দিনাজপুর শহর-বিরল সড়কের  মুরাদপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিরল উপজেলার ৬নং ভাণ্ডারা ইউনিয়নের গোপালপুর বড়বাড়ি গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ মইনুল ইসলাম নিজ বাড়ি হতে ২৬ লাখ টাকা এবং এনআরবি ব্যাংক থেকে ৮ লাখ টাকার উত্তোলন করে মোট ৩৪ লাখ টাকা নিয়ে দিনাজপুর শহরের অগ্রণী ব্যাংক স্টেশন রোড শাখায় সিসি লোনের টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে ওই স্থানে তাকে আটক করে ছিনতাইকারীরা। মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয়-ভীতি দেখিয়ে মইনুল এর কাছে ৩৪ লাখ টাকা ছিনতাই করে দুটি মোটরসাইকেল চোখে পালিয়ে যায়।

এ বিষয়ে বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সেখানে স্থানীয় লোকদের মুখ থেকে বিষয়টি শুনেছি। তবে ভুক্তভোগী মইনুল এখনো কোনো মামলা দায়ের করেননি। তারপরও ছিনতাইকারী সন্দেহে তিনটি মোটরসাইকেল আটক করা হয়েছে।