শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমি কিংবদন্তি হব

  • আইরিন আলম
  • প্রকাশের সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৮৮
আমি কিংবদন্তি হব
আইরিন আলম
দর্শনেন্দ্রিয়ে অগ্নি ঝরা লেলিহান ধারায়,
কিরনমালী লজ্জায় চোখ নেভায়।
 পবন, তরু স্বাক্ষী রয়।
দৃষ্টিহীন প্রবল দ্বন্দ্বে তাহা,
আন্ধার দিয়েই ঢাকা জয়।
পড়েছি ভীষণ জয়ের নেশায়।
নির্ভীক মন স্পৃহা মাতায়।
 নেত্রদ্বয়ের তীক্ষণ ঘায়ের অবুঝ ভাষায় অজর মশাইয়ের ললাট ঘামায়।
দ্বিন্নিদিকের বেসুরো রঙ্গে,
 অত্যাচারীর প্রতিঘাত সুরে,
 কম্পিত মন উঠছে হেঁকে।
 তাই বলেছি ঘৃণার সুরে-
ধংসের শুরু হোক এখান থেকে।
ঘৃণিত নাম হিটলারের জয়ে,
আমি কিংবদন্তি হতে চাই বারে বারে
জনপ্রিয়

মতলব উত্তরের বালুচর টিভিকাপ মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমি কিংবদন্তি হব

প্রকাশের সময় : ০৬:১৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
আমি কিংবদন্তি হব
আইরিন আলম
দর্শনেন্দ্রিয়ে অগ্নি ঝরা লেলিহান ধারায়,
কিরনমালী লজ্জায় চোখ নেভায়।
 পবন, তরু স্বাক্ষী রয়।
দৃষ্টিহীন প্রবল দ্বন্দ্বে তাহা,
আন্ধার দিয়েই ঢাকা জয়।
পড়েছি ভীষণ জয়ের নেশায়।
নির্ভীক মন স্পৃহা মাতায়।
 নেত্রদ্বয়ের তীক্ষণ ঘায়ের অবুঝ ভাষায় অজর মশাইয়ের ললাট ঘামায়।
দ্বিন্নিদিকের বেসুরো রঙ্গে,
 অত্যাচারীর প্রতিঘাত সুরে,
 কম্পিত মন উঠছে হেঁকে।
 তাই বলেছি ঘৃণার সুরে-
ধংসের শুরু হোক এখান থেকে।
ঘৃণিত নাম হিটলারের জয়ে,
আমি কিংবদন্তি হতে চাই বারে বারে