
স্বচ্ছতার মাধ্যমে দল পুনর্গঠন করার জন্য শেরপুর জেলা বিএনপি নেতাদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে ভিডিও কলে এ নির্দেশনা দেন তারেক রহমান। শুক্রবার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংগঠনকে শক্তিশালী করার জন্য তৃণমূল থেকে গ্রহণযোগ্য এবং ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজিসহ বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কঠোর নির্দেশনা দেন। তিনি আগামী নির্বাচনে জনসমর্থন বাড়াতে দলের সব পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, তারেক রহমান স্বচ্ছতার সঙ্গে সবাইকে নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে বলেছেন। দলের নাম করে চাঁদাবাজি, দখলদারিসহ বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দিতে নিষেধ করেছেন।
সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ বলেন, সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তৃণমূল থেকে স্বচ্ছতার সঙ্গে কমিটি গঠন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠে কাজ করব।
বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, অ্যাডভোকেট আব্দুল মান্নান, সফিকুল ইসলাম মাসুদ, ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাইফুল ইসলাম, আবু রায়হান রুপম, কামরুল হাসান, ফাহিম চৌধুরী, মাহমুদুল হক রুবেল, আলহাজ মো. হযরত আলী, আওয়াল চৌধুরী, সাইফুল ইসলাম স্বপন ও হাতেম আলী। —খবরের কাগজ
বার্তাকণ্ঠ ডেস্ক 







































