শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিষিদ্ধ পিরানহা মাছ মজুমদারের এক বছরের কারাদণ্ড 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
পিরানহা মাছ নিষিদ্ধ ঘোষিত তারপরও বিশাল মজুতে এক বছরের কারাদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০শে জুন) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজারে গোপন তথ্যের ভিত্তিতে মৎস্য আড়তে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। তিনি জানান, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত অভিযানকালে ‘অপূর্ব মৎস্য আড়তে’ সরকার ঘোষিত নিষিদ্ধ পিরানহা মাছের বিশাল মজুত পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে মজুতকারি মো. টিটু মিয়া (৫২) কে হাতেনাতে গ্রেফতারপূর্বক অপরাধ স্বীকারোক্তির পর মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারায় ৩ লংঘনের অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মৎস্য প্রায় ২৫৮ কেজি। বিধি অনুযায়ী বিলিবন্দেজের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

নিষিদ্ধ পিরানহা মাছ মজুমদারের এক বছরের কারাদণ্ড 

প্রকাশের সময় : ০৩:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
পিরানহা মাছ নিষিদ্ধ ঘোষিত তারপরও বিশাল মজুতে এক বছরের কারাদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০শে জুন) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিম বাজারে গোপন তথ্যের ভিত্তিতে মৎস্য আড়তে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন। তিনি জানান, উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় পরিচালিত অভিযানকালে ‘অপূর্ব মৎস্য আড়তে’ সরকার ঘোষিত নিষিদ্ধ পিরানহা মাছের বিশাল মজুত পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে মজুতকারি মো. টিটু মিয়া (৫২) কে হাতেনাতে গ্রেফতারপূর্বক অপরাধ স্বীকারোক্তির পর মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ধারায় ৩ লংঘনের অপরাধে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মৎস্য প্রায় ২৫৮ কেজি। বিধি অনুযায়ী বিলিবন্দেজের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।