বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবর থেকে নারীর মরদেহ উদ্ধার

কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিন দিন পর সুমি বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) সকালে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে একটি পাকা কবরের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সুমি বেগম গাজিউর রহমান মাস্টারের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক महिला লাউ গাছ থেকে লাউ পারতে গিয়ে কবরস্থানের একটি কবরের দেয়ালের ভিতরে লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সুমি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল এবং মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে।
নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন শুক্রবার বিকেল থেকে তাঁর বোন নিখোঁজ ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে নিখোঁজের ৩ দিন পর কবর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিন দিন পর সুমি বেগম (৪০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) সকালে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামে একটি পাকা কবরের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সুমি বেগম গাজিউর রহমান মাস্টারের মেয়ে এবং স্বামী পরিত্যক্তা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক महिला লাউ গাছ থেকে লাউ পারতে গিয়ে কবরস্থানের একটি কবরের দেয়ালের ভিতরে লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সুমি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর গলায় ওড়না পেঁচানো ছিল এবং মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে।
নিহতের ভাই মঞ্জুরুল ইসলাম জানান, গত ২৭ জুন শুক্রবার বিকেল থেকে তাঁর বোন নিখোঁজ ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তাঁরা বিষয়টি গুরুত্ব দেননি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।