
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়া এলাকায় ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিক্ষার্থীর সুরাইয়া ইসাছমিন রুহি, সে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
জানা গেছে, সুরাইয়ার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর, গিলাছড়া গ্রামে। তার বাবার নাম শেখ রুমান আলী। তবে দীর্ঘদিন ধরে সে কুলাউড়ার উছলাপাড়ায় তার খালার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। ছোটবেলা থেকেই খালার আশ্রয়ে বেড়ে উঠা সুরাইয়া পড়াশোনায় মনোযোগী এবং স্বাভাবিক জীবন যাপন করছিল।
ঘটনার দিন সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিলে, কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এটি দুর্ঘটনা না পরিকল্পিত কিছু-সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি নিহত রুহির পরিবারের বরাত দিয়ে জানান, রাতে খাওয়ার পর রুহি স্বাভাবিকভাবেই ঘুমাতে যায়। সকালে খালা ডাকতে গেলে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়ানাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: 







































