
পঞ্চগড় প্রতিনিধি:
৪৪ তম সাইকেলিং প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পঞ্চগড় জেলা ক্রিড়া সংস্থার নারী ও পুরুষ দল।
বুধবার বিকেলে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন কতৃক আয়োজিত ৪৪তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয় পঞ্চগড় জেলা ক্রিড়া সংস্থার নারী ও পুরুষ দলের সদস্যরা। এর আগে টিম লিডার এস এম আশরাফ আলীর নেতৃত্বে জেলা প্রশাসকের (সার্বিক) সুমন চন্দ্র দাস এর সাথে সৌজন্য সাক্ষাত করেন তারা এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ছাত্রদলের সদস্য রানা হোসেন।
পরে এস এম আশরাফ আলীর নেতৃত্বে নারী দলে মোছাঃ মিনু আক্তার,ইয়াছমিন আক্তার ইমু, জিনিয়া আক্তার, সুমাইয়া আক্তার সুমি, নুসরাত জাহান মিম,এলিনা,ঐশি,মিনার আক্তার ও পুরুষ দলে এস এম গালিব আফ্রিদি অরণ্য, আজমাইল সরকার,মিনহাজুল আবেদীন, শহীদ ইসলাম রফি হাসান, আরাফাত হাসান, মাহায়েদ আহমেদ, ফাহিম আহমেদ কে নিয়ে শ্যামলি পরিবহনের একটি কোচে চট্টগ্রামের উদ্দেশ্যে রাওনা দেন।
আগামী ৪, ৫, ৬ জুলাই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে ৪৪ তম সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পঞ্চগড় প্রতিনিধি: 





































