রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় ভ্যান উল্টে কিশোরের মর্মান্তিক মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উল্টে জিয়াদ হাওলাদার (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তাফালবাড়ি বাজার সড়কের একটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াদ শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াদ নিজেই ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে তাফালবাড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে পড়ে যায়। এসময় ভ্যানের একটি চাকা তার গলার ওপর উঠে গুরুতর আঘাত করে।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে জিয়াদকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিশ্বজিৎ ঘোষ জানান, “ভ্যানের চাকার চাপ লেগে জিয়াদের শ্বাসনালী থেঁতলে যায়, যার ফলে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।”
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যায় পুলিশ। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জিয়াদের অকাল মৃত্যুতে রাজেশ্বর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে শোক ও বিষাদের সুর বিরাজ করছে।
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ৫ কোটি টাকা মূল্যের ট্রাকভর্তি জীবিত গলদা চিংড়ি চুরি

শরণখোলায় ভ্যান উল্টে কিশোরের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলায় ব্যাটারি চালিত ভ্যানগাড়ি উল্টে জিয়াদ হাওলাদার (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তাফালবাড়ি বাজার সড়কের একটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াদ শরণখোলা উপজেলার রাজেশ্বর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়াদ নিজেই ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে তাফালবাড়ি বাজারের দিকে যাচ্ছিল। পথে একটি বাঁকে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে পড়ে যায়। এসময় ভ্যানের একটি চাকা তার গলার ওপর উঠে গুরুতর আঘাত করে।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে জিয়াদকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিশ্বজিৎ ঘোষ জানান, “ভ্যানের চাকার চাপ লেগে জিয়াদের শ্বাসনালী থেঁতলে যায়, যার ফলে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।”
দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যায় পুলিশ। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
জিয়াদের অকাল মৃত্যুতে রাজেশ্বর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে শোক ও বিষাদের সুর বিরাজ করছে।