
নড়াইল প্রতিনিধি
টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে নড়াইলে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে ৩ ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে দাবি-দাওয়ায় বাস্তবায়নের আহবান জানিয়ে বক্তব্য দেন- বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সদর উপজেলা শাখার সহ-সভাপতি মুর্শিদা আক্তার, সাধারণ সম্পাদক বিএম জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
বক্তারা তাদের ঘোষিত ৬দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহবান জানান। অন্যথায় আগামীতে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা আসবে বলে জানান।
ঘোষিত ৬ দফা কর্মসূচির মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চুর গ্রেড প্রদান করা।
অবস্থান কর্মসূচিতে জেলার তিনটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।
নড়াইল প্রতিনিধি 







































