
জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০১তম জন্মবার্ষিকীতে তার অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘গণতন্ত্র, বাকস্বাধীনতার প্রশ্নে যাদু মিয়ার রাজনৈতিক জীবন মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশের চলমান পরিস্থিতিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় যাদু মিয়ার মতো মেধাবী ও সাহসী নেতৃত্বের প্রয়োজন। ’
তারা বলেন, ‘জুলাই পরবর্তী ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশে আজ নতুন রাজনীতির সূচনা করতে হবে, রাজনীতির নিয়ন্ত্রন রাজনীতিদিদের হাতে ফিরিয়ে আনতে হবে। দুর্নীতি-দুর্বৃত্তায়ন মুক্ত রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের নতুন করে ভাবতে হবে। ফ্যাসীবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ ঘটাতে হবে।
নেতৃদ্বয় আরো বলেন, ‘মশিউর রহমান যাদু মিয়া সারাজীবন গণতন্ত্র আর জনগনের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেছেন। দেশকে সামরিক শাস থেকে গণতান্ত্রিক পক্রিয়ায় নিয়ে আশার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যাদু মিয়ার প্রদর্শিত পথে ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ ঘটাতে সংগ্রাম করতে হবে। ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ ঘটাতে না পারলে জুলাই অভ্যুত্থানের অর্জন ছিনতাই হয়ে যাবার আশঙ্কা রয়েছে। আবারো নতুন করে জাতির ঘাড়ে বসে যেতে পারে ফ্যাসীবাদ। আর জুলাই অভ্যুত্থানের অর্জন যদি ছিনতাই হয়ে যায় তাহলে সমগ্র জাতিকে কঠিন মাসুল দিতে হবে।’

তারা বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের পতন মানেই ফ্যাসিবাদ ব্যবস্থার পতন নয়। ফ্যাসিবাদী কাঠামোকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে হলে, নতুন রাজনীতির সূচনা করতে হবে। সমাজের প্রতিটি স্তরে ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে যাদু মিয়াকে স্মরণ করতে হবে।
নিজস্ব প্রতিবেদক 







































