বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে হাসপাতাল উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন 

শহিদ শেখ পাখি, (সিরাজদিখান) মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসাসেবা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দি পপুলার জেনারেল অ্যান্ড আই হসপিটাল।
হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় অবস্থিত শাহাবুদ্দিন কমপ্লেক্সের চতুর্থ তলায় হাসপাতালটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল হক (রাফি)।
তিনি বলেন, “এই উপজেলায় মানসম্পন্ন চিকিৎসাসেবার সুযোগ এখনও খুবই সীমিত। আমরা সেই ঘাটতি পূরণ করতে চাই। উন্নত যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক এবং পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে সবার জন্য নির্ভরযোগ্য চিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মো. আক্কাস আলী।
তিনি হাসপাতালটির ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবামূলক দিক নিয়ে সংক্ষেপে বক্তব্য প্রদান করেন।
জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

সিরাজদিখানে হাসপাতাল উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন 

প্রকাশের সময় : ০৯:০০:২০ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
শহিদ শেখ পাখি, (সিরাজদিখান) মুন্সীগঞ্জ 
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসাসেবা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দি পপুলার জেনারেল অ্যান্ড আই হসপিটাল।
হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় অবস্থিত শাহাবুদ্দিন কমপ্লেক্সের চতুর্থ তলায় হাসপাতালটির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল হক (রাফি)।
তিনি বলেন, “এই উপজেলায় মানসম্পন্ন চিকিৎসাসেবার সুযোগ এখনও খুবই সীমিত। আমরা সেই ঘাটতি পূরণ করতে চাই। উন্নত যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক এবং পরিচ্ছন্ন পরিবেশের মাধ্যমে সবার জন্য নির্ভরযোগ্য চিকিৎসা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, ১০ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান মো. আক্কাস আলী।
তিনি হাসপাতালটির ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসেবামূলক দিক নিয়ে সংক্ষেপে বক্তব্য প্রদান করেন।