শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তৃতীয় দফায় বদলির পর ডিআইজির হস্তক্ষেপ 

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে তৃতীয়বারের মতো বদলি করা হয়েছে। এবার সিলেট রেঞ্জ ডিআইজির সরাসরি নির্দেশে তাকে হবিগঞ্জ জেলায় স্থানান্তর করা হয়েছে।
এর আগেও ওসি গোলাম আফসারকে দু’দফায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে অদৃশ্য কারণে তিনি সেই আদেশ পালন না করে কুলাউড়া থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও বদলি নীতিমালার কার্যকারিতা নিয়ে নানান প্রশ্ন ওঠে।
স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে এসব নিয়ে চলছিল জোর আলোচনা। অনেকের মতে দীর্ঘদিন একই থানায় দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে। নিয়ম অনুযায়ী বদলি কার্যকর হলে থানার কার্যক্রমে জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ে।
ডিআইজির এবারের স্পষ্ট নির্দেশনার ফলে এবার বদলি আদেশ বাস্তবায়ন হবে বলে ধারণা করা হচ্ছে। ওসি গোলাম আফসারের দ্রুত হবিগঞ্জে যোগদান করার কথা রয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার ওসি আফছারের তৃতীয় দফার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম

তৃতীয় দফায় বদলির পর ডিআইজির হস্তক্ষেপ 

প্রকাশের সময় : ১০:৪০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম আফসারকে তৃতীয়বারের মতো বদলি করা হয়েছে। এবার সিলেট রেঞ্জ ডিআইজির সরাসরি নির্দেশে তাকে হবিগঞ্জ জেলায় স্থানান্তর করা হয়েছে।
এর আগেও ওসি গোলাম আফসারকে দু’দফায় বদলির আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনকভাবে অদৃশ্য কারণে তিনি সেই আদেশ পালন না করে কুলাউড়া থানায় দায়িত্ব পালন করে আসছিলেন। এ নিয়ে পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও বদলি নীতিমালার কার্যকারিতা নিয়ে নানান প্রশ্ন ওঠে।
স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে এসব নিয়ে চলছিল জোর আলোচনা। অনেকের মতে দীর্ঘদিন একই থানায় দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশ্নবিদ্ধ হতে পারে। নিয়ম অনুযায়ী বদলি কার্যকর হলে থানার কার্যক্রমে জবাবদিহিতা ও গতিশীলতা বাড়ে।
ডিআইজির এবারের স্পষ্ট নির্দেশনার ফলে এবার বদলি আদেশ বাস্তবায়ন হবে বলে ধারণা করা হচ্ছে। ওসি গোলাম আফসারের দ্রুত হবিগঞ্জে যোগদান করার কথা রয়েছে। মৌলভীবাজার পুলিশ সুপার ওসি আফছারের তৃতীয় দফার বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।