
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক দিয়ে পান্না চত্বর হয়ে ও বড়বাজার এলাকা প্রদক্ষিণ করে ১ নং রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এসে শেষ হয়। পরে সেখানে প্রতি বছর অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, আতিকুর রহমান আতিক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, পাংশা উপজেলা ছাত্রদলের নেতা মোঃ রাশেদ, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম, ছাত্রদল নেতা সবুজ প্রমূখ। এ সময় জেলা, উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। বিএনপি ও তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার করা হলে ছাত্রদল রাজপথে নেমে দাঁত ভাঙা জবাব দেবে।
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি 

































