
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিম অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে সুপতি স্টেশনের বড় কেচুয়া খালে অভিযান চালিয়ে একটি অবৈধভাবে নির্মিত শুটকি শুকানোর রংঘর (টিনের ঘর) শনাক্ত করে বন বিভাগ। পরবর্তীতে ঘরটি ধ্বংস করে ফেলা হয়।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “বন বিভাগের অনুমতি ছাড়া সুন্দরবনের অভ্যন্তরে কোনো স্থাপনা নির্মাণ কিংবা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, যাতে কেউ বনভূমি অবৈধভাবে দখল বা ব্যবহার করতে না পারে।”
তিনি আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: 







































