মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। ১৬ জুলাই  ভোররাতে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ভোর ৩টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে ৫৪০ বোতল ফেনসিডিলসহ একটি সিলভার কালারের প্রাইভেটকার জব্দ করেন।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তবে অভিযানে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আসামি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জনপ্রিয়

আকাশে ইতিহাস রচনা করলো তুরস্ক

রাজবাড়ীতে ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ

প্রকাশের সময় : ০৮:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
মেহেদী হাসান, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। ১৬ জুলাই  ভোররাতে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ভোর ৩টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে ৫৪০ বোতল ফেনসিডিলসহ একটি সিলভার কালারের প্রাইভেটকার জব্দ করেন।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তবে অভিযানে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আসামি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।