
পদযাত্রা কর্মসূচিতে এনসিপি নেতারা এখন ফরিদপুরে। পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা এখন ফরিদপুরে অবস্থান করছেন। বেলা ১২ টার পর তারা ফরিদপুর পৌঁছেছেন।
গতকাল গোপালগঞ্জে ছাত্রলীগের হামলার পর খুলনায় রাত্রী যাপন শেষে সকাল সাড়ে ৯টায় দিকে তারা খুলনা ত্যাগ করেন বলে জানা গেছে ।
নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা ও দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
যশোর হয়ে ফরিদপুর যাবেন। সেখানে এনসিপি নেতৃবৃন্দ পদযাত্রা ও সমাবেশে বক্তব্য রাখবেন।
এনসিপি সূত্রে জানা গেছে, সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করে জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা। পরে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক 







































