
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) গভীর রাতে উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাসিন্দা ও স্থানীয় পশু চিকিৎসক মোঃ মাসুম বিল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় চোরেরা সিঁধ কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে একটি মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান কিছু মালামাল নিয়ে যায়। চুরির সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে ছিলেন।
ভোরে ঘুম ভাঙার পর মাসুম বিল্লাহ দেখতে পান ঘরের আলমারি ও আসবাবপত্র তছনছ করা অবস্থায় পড়ে আছে। খোঁজ নিয়ে দেখা যায়, মোবাইল ফোনসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়ে গেছে।
ভুক্তভোগী মাসুম বিল্লাহ বলেন ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখি ঘরের পেছনের দেয়ালে সিঁধ কাটা। ঘরের জিনিসপত্র এলোমেলো। মোবাইল ফোন আর গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র খুঁজে পাচ্ছি না।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 







































