বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ শহরে এনসিপির “দেশ গড়তে জুলাই পদযাত্রা” সফলভাবে শেষ

মুন্সীগঞ্জ শহরে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” সফলভাবে শেষ করে পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে শহরের কৃষিব্যাংক মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি পতাকা একাত্তর, কাচারী রোড, দক্ষিণ কোর্টগাঁও হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আল্লাহ চত্বর ঘুরে কৃষিব্যাংক মোড়ে এসে শেষ হয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলাম, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে এনসিপি নেতা-কর্মীরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেন।

জনপ্রিয়

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান

মুন্সীগঞ্জ শহরে এনসিপির “দেশ গড়তে জুলাই পদযাত্রা” সফলভাবে শেষ

প্রকাশের সময় : ০৩:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জ শহরে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” সফলভাবে শেষ করে পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে শহরের কৃষিব্যাংক মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো. মেহেদী হাসানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে পুরাতন কাচারী এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি পতাকা একাত্তর, কাচারী রোড, দক্ষিণ কোর্টগাঁও হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার আল্লাহ চত্বর ঘুরে কৃষিব্যাংক মোড়ে এসে শেষ হয়।

পথসভায় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুর ইসলাম, সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই কর্মসূচির মাধ্যমে এনসিপি নেতা-কর্মীরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বার্তা পৌঁছে দেন।