বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শহিদদের স্মরণে জেলা বিএনপির মৌণ মিছিল

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মৌণ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। শুক্রবার (১৮ ইজুলাই) জুমার নামাজের পর শহরের পশ্চিম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ওয়েস্টার্ন প্লাজা মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন, “বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত একটি দল, তবুও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি বন্ধ না হলে এর জবাব রাজপথেই দেওয়া হবে।

এর আগে জেলা ওলামা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

জনপ্রিয়

যশোরে প্রতারক রবিউল ইসলামের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

মৌলভীবাজারে শহিদদের স্মরণে জেলা বিএনপির মৌণ মিছিল

প্রকাশের সময় : ০৬:১৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে মৌণ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। শুক্রবার (১৮ ইজুলাই) জুমার নামাজের পর শহরের পশ্চিম বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ওয়েস্টার্ন প্লাজা মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন, “বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত একটি দল, তবুও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি বন্ধ না হলে এর জবাব রাজপথেই দেওয়া হবে।

এর আগে জেলা ওলামা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে শহিদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।