বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় ১১ মহিষ জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রাম থেকে ভারতীয় চোরাই সন্দহে ১১টি মহিষ জব্দ করেছে লাতু ক্যাম্পের বিজিবি সদস্যরা। এসময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি কর্তৃক জব্দকৃত মহিষগুলো ছেড়ে দেয়। বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি’র দাবি, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি ভারতীয় চোরাই মহিষ ভেবে আটক করা হয়। তবে এলাকাবাসী মহিষগুলো নিজেদের বলে দাবি করায় ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা দাবি করেন, মহিষগুলো ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিল্লাল আহমদ ও খালেদ আহমদের। বিজিবি’র সদস্যরা চোরাই সন্দেহে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধার মুখে পড়ে।
বিজিবি ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিল্লাল আহমদের ৪টি ও খালেদ আহমদের ৭টি মহিষ আটক করে বিজিবি। এগুলো আটক করে বিজিবি নিয়ে যাওয়ার সময় মহিষ মালিক ও গ্রামের কয়েক’শ মানুষ জড়ো হয়ে তাদের বাঁধা দেন। তাদের বাঁধার মুখে বিজিবি মহিষগুলো ছেড়ে দেয়।
বিজিবি’র লাতু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত বলেন, অভিযান চালিয়ে কয়েকটি মহিষ জব্দ করা হয়। তবে এলাকাবাসী মহিষগুলো গৃহপালিত ও নিজেদের বলে দাবি করায় ছেড়ে দেওয়া হয়েছে।
জনপ্রিয়

আই হ্যাভ অ্যা প্ল্যান

বড়লেখায় ১১ মহিষ জব্দ

প্রকাশের সময় : ০৮:৪০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রাম থেকে ভারতীয় চোরাই সন্দহে ১১টি মহিষ জব্দ করেছে লাতু ক্যাম্পের বিজিবি সদস্যরা। এসময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি কর্তৃক জব্দকৃত মহিষগুলো ছেড়ে দেয়। বৃহস্পতিবার (১৭ই জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি’র দাবি, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি ভারতীয় চোরাই মহিষ ভেবে আটক করা হয়। তবে এলাকাবাসী মহিষগুলো নিজেদের বলে দাবি করায় ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা দাবি করেন, মহিষগুলো ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিল্লাল আহমদ ও খালেদ আহমদের। বিজিবি’র সদস্যরা চোরাই সন্দেহে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধার মুখে পড়ে।
বিজিবি ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় ইটাউরি গ্রামের কৃষক সৈয়দ বিল্লাল আহমদের ৪টি ও খালেদ আহমদের ৭টি মহিষ আটক করে বিজিবি। এগুলো আটক করে বিজিবি নিয়ে যাওয়ার সময় মহিষ মালিক ও গ্রামের কয়েক’শ মানুষ জড়ো হয়ে তাদের বাঁধা দেন। তাদের বাঁধার মুখে বিজিবি মহিষগুলো ছেড়ে দেয়।
বিজিবি’র লাতু ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ভবেশ চন্দ্র রাহুত বলেন, অভিযান চালিয়ে কয়েকটি মহিষ জব্দ করা হয়। তবে এলাকাবাসী মহিষগুলো গৃহপালিত ও নিজেদের বলে দাবি করায় ছেড়ে দেওয়া হয়েছে।